সিলেটের ফেঞ্চুগঞ্জে দাঁতের এক ভুয়া চিকিৎসকে ৫০ হাজার টাকা জরিমানা ও জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দাঁতের এই ভুয়া চিকিৎসকের নাম এমএসইউ লাভলু।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি আহমেদের নেতৃত্বে ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার বিকেল ৩টায় অভিযান চালান। এ সময় উপজেলার সদরের পশ্চিম বাজারের অ্যাপোলো ডেন্টাল কেয়ারে লাভলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বন্ধ করে দেওয়া হয়ে ওই চেম্বার।
অভিযানে সঙ্গে ছিলেন-ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান ও ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) খালেদ চৌধুরী।
জানা যায়, লাভলু নিজেকে পাশ করা দাঁতের চিকিৎসক পরিচয় দিয়ে সিলেটের বিভিন্ন উপজেলায় বিভিন্ন ডেন্টাল কেয়ার নামে চিকিৎসা করে আসছিলেন। একজন ভুয়া চিকিৎসক হিসেবে জনতার মার খেয়েছেন, জেলও খেঁটেছেন তিনি। এ নিয়ে বিভিন্ন সংবাদও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।
স্থানীয়রা জানান, গত ৩/৪ বছর আগে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে আল-আমীন ডেন্টাল কেয়ার নামে আরেকটি চিকিৎসা কেন্দ্র করেন লাভলু। এ সময় পত্রিকায় সংবাদ প্রচার হলে ভয়ে ফেঞ্চুগঞ্জ থেকে পালিয়ে যান তিনি।
পরে নাছোড়বান্দা লাভলু গেল বছর ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে পুনরায় অ্যাপোলো ডেন্টাল কেয়ার নামে চেম্বার খুলেন এই ভুয়া চিকিৎসক।
অভিযানের সময় লাভলু নিজের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও তার নামের সঙ্গে যুক্ত ডিডিটি ও এমডিডি উপাধির কোনো সনদপত্র দেখাতে পারেননি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডেন্টাল ল্যাবের কোনো বৈধ লাইসেন্স না থাকা, ল্যাবে দক্ষ টেকনিশিয়ান না থাকা এবং ডেন্টাল কাউন্সিল থেকে কোনো নিবন্ধন না থাকায় লাভলুকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Leave a Reply