খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাবরিজিও সোকারসি মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ২০১৫ সালে তিনি পোপের চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
ভ্যাটিকান সিটির স্থানীয় সংবাদমাধ্যম এল’ওসেরভাতুরে রোমানো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা সংক্রান্ত জটিলতার কারণে ৭৮ বছর বয়সী পোপের মৃত্যু হয়েছে। তিনি ২৬ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্যাবরিজিও সোকারসি অনকোলজিকাল রোগে ভুগছিলেন। রোগটির চিকিৎসা নেওয়ার দিনগুলোতে তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে কবে আক্রান্ত হয়েছেন, তা স্পষ্ট নয়। তিনি শেষ কবে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছিলেন, তাও নিশ্চিত নয়।
এদিকে করোনাভাইরাস নির্মূলে টিকা নেবেন বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে কয়েক সপ্তাহের মধ্যে টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও তিনি জানান।
Leave a Reply