বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে তাইওয়ানে মাত্র এক সপ্তাহে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ১৩ জনের মৃত্যু হয়েছে। যার জেরে বিভিন্ন মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। এই ঘটনা ২০০৯ সালের ভয়ঙ্কর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
২০০৯ সালের এপ্রিলে মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লুতে আক্রমণের ঘটনা ঘটেছিল। সেখান থেকে এই ভাইরাস ৭৪টি দেশে ছড়িয়ে পড়েছিল। সে বছর জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩০ হাজার জনের রক্তে H1N1-এর ভাইরাস পাওয়া গিয়েছিল।
প্রাণ হারিয়েছিলেন ২ লাখ মানুষ
মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিস কনট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০০৯ সালে বিশ্বজুড়ে সোয়াইন ফ্লু অন্তত ২ লাখ মানুষের প্রাণ কেড়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
২০২০ সালে তাইওয়ানে মাত্র এক সপ্তাহে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরো অনেকে। তবে ভারতে এখনও পর্যন্ত সোয়াইন ফ্লুর কোনো ঘটনা সামনে আসেনি।
সোয়াইন ফ্লুর উপসর্গ
সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলি খুব সাধারণ। এতে আক্রান্ত ব্যক্তির কাশি, হঠাৎ জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, পেশির খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়৷ তবে মারাত্মক আকার ধারণ করলে নিউমোনিয়া, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে৷
প্রতিরোধের উপায়
সোয়াইন ফ্লু-র উপসর্গ দেখা দিলে কী করা উচিত? রইল কিছু টিপস:
সূত্র : এই সময়।
Leave a Reply