করোনাপরবর্তী ক্রিকেট চর্চা শুরু হয়েছে বাংলাদেশে। ব্যক্তিগত উদ্যোগে গত মাস থেকে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের বেশ কয়েক জন ক্রিকেটার। কোরবানি ঈদের পর খেলোয়াড়দের সে সংখ্যাটা আরও বেড়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং রাজশাহীতে বিসিবির তত্ত্বাবধানে অনুশীলন করছেন মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুল, সাব্বির, সৌম্য, ইমরুল, শফিউল, তাইজুল, তাসকিন, নাঈমরা।
সামনে শ্রীলংকা সফর রয়েছে। ক্রিকেট শ্রীলংকার সঙ্গে (এসএলসি) নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। এ সফরে তিনটি টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত হতে পারে। বিসিবি এখনো নিশ্চিত করে বলতে পারছে না শ্রীলংকা সফর সামনে রেখে কবে থেকে ক্যাম্প শুরু হবে। তবে নিজাম উদ্দিন চৌধুরী এটা জানিয়েছেন যে, ক্যাম্প শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে খেলোয়াড়দের কোভিড টেস্ট করানো হবে এবং আইসোলেশনে রাখা হবে। বলে রাখা ভালো, কারও মধ্যে যখন জীবাণুর উপস্থিতি ধরা পড়বে বা ধরা না পড়লেও তার মধ্যে উপসর্গ থাকবে তখন তাকে আলাদা করে যে চিকিৎসার ব্যবস্থা করা হবে তাকে বলা হয় আইসোলেশন।
শ্রীলংকা সফরের শিডিউল এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির সিইও জানিয়েছেন টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি খেলার একটা প্রস্তাব এসেছে। কোন কোন ফরম্যাটে খেলা হবে তা নির্ধারণ করার পরই শিডিউল চূড়ান্ত করা হবে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনটা টেস্টের সঙ্গে তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলার একটা প্রস্তাব এসেছে, যেটা আমার নিজেদের মধ্যে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব। শিডিউল আমরা এখনো চূড়ান্ত করিনি। কোন কোন ফরম্যাটে খেলা হবে তা নির্ধারণ করার পরেই শিডিউল আমরা চূড়ান্ত করব।’
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলংকার উদ্দেশে উড়াল দেবে টাইগাররা। শ্রীলংকায় কন্ডিশনিং ক্যাম্প এবং নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন। বিসিবির সিইও বললেন, জাতীয় দলের ক্যাম্প যখন আমরা শিডিউল ঠিক করতে পারব তখন চূড়ান্ত করতে পারব। যদি আমরা সেপ্টেম্বরের শেষের দিকে শ্রীলংকা সফর করি সে ক্ষেত্রে শ্রীলংকা সফরের পূর্বে আমাদের এখানে কিছু কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করা হবে।’ নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘ জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটা অ্যাপসের আন্ডারে নিয়ে আসা হয়েছে। কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছে আমাদের মেডিক্যাল ডিপার্টমেন্ট। যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব তাদের আমরা আইসোলেশনে রেখে কোভিড-১৯ টেস্টটা করব, তার পরই আমরা ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাটা নেব।’
Leave a Reply