শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের স্ত্রী কিম কিওন হিকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে সাবেক এ ফার্স্ট লেডি মঙ্গলবার সিউলের আদালতে চার ঘণ্টার শুনানিতে সব অভিযোগ অস্বীকার করেন। কিন্তু আদালত প্রমাণ নষ্টের আশঙ্কায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বুধবার এক প্রতিবেদনে বলেছে, দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্টদের অভিযুক্ত ও কারাগারে যাওয়ার ইতিহাস রয়েছে। তবে এবারই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রী উভয়ই একই সময়ে কারাবন্দী হলেন।
প্রসিকিউটররা বলেছেন, ৫২ বছর বয়সী কিম দক্ষিণ কোরিয়ার একটি বিএমডব্লিউ ডিলার ডয়চ মোটরসের শেয়ারের মূল্য-কারচুপির একটি প্রকল্পে অংশগ্রহণ করে ৮০০ মিলিয়ন ওন আয় করেছেন।
যদিও ঘটনাটি তার স্বামী দেশের নেতা নির্বাচিত হওয়ার আগে ঘটেছিল বলে দাবি করা হয়, তবুও পুরো প্রেসিডেন্ট মেয়াদকাল জুড়েই এর প্রভাব ছিল।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ইউন সুক ইয়লকে ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়, যা দেশকে অস্থিরতায় ফেলে দেয় এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত করে।
Leave a Reply