জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তারা হলেন- উত্তরায় ছাত্র হত্যাকাণ্ডের জড়িত কনস্টেবল হোসেন আলী, যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেফতার পুলিশের এসি তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে।
তিন পুলিশ সদস্যের মধ্যে তানজিল ও আকরামকে আগেই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর আইসিটি মামলায় হোসেন আলীকে গ্রেফতার দেখানোর জন্য করা আবেদনের শুনানি হবে।
Leave a Reply