1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়াল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০

বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইতিমেধ্যেই সারা বিশ্বে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৪ লাখের বেশি মানুষ।

আন্তজার্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারের তথ্যমতে, বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ১৫০ জনে। আর বিশ্বে মোট সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১২ হাজার ৩৩৩ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জন। এরপরেই রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭৫ হাজার ২৪৬ জন। মারা গেছে ৭৮ হাজার ৮১৭ জন।

এরপরই তৃতীয় অবস্থানে থাকা এশিয়ার দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন। আর মারা গেছে ২৬ হাজার ৮২৮ জন। এর পর পর্যায়ক্রমে রয়েছে রাশিয়া, দক্ষিণ আফি্রকা, পেরু, মেক্সিকো।

তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২ হাজার ৬৬ জন। আর মারা গেছে ২ হাজার ৫৮১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com