বাংলাদেশ সচিবালয়ের এক নম্বর গেটের সামনে গতকাল মঙ্গলবার পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
পুলিশ জানায়, সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।
এর আগে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। কর্মসূচির শুরুতে দুপুর আড়াইটা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখানে ৩০ মিনিটের মতো থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে যান।
জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিকেলে তাদের সাক্ষাতের কথা ছিল। ওইসময় সচিবালয়ের বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। কিন্তু ঘটনাচক্রে অপেক্ষারত সেই শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশ সদস্যরা। এ সময় বেশ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় সচিবালয় গেটে। ধাওয়া-পাল্টাধাওয়ার কোনো এক মুহূর্তে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও খবর পাওয়া যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তারা চলে যান।’
Leave a Reply