দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টে ইউন সুক ইয়ুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আইন মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম ডং-আ লিবোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এক কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানায়, ‘প্রেসিডেন্ট ইউয়ন সুক ইয়ুলের বিরুদ্ধে ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টা থেকে নিষেধাজ্ঞা কাযকর হবে।’
দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার ঘটনা এবারই প্রথম।এর আগে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থার পক্ষ থেকেও এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিপ্লবের অভিযোগ আনা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে রাষ্ট্রদোহে মামলা চালানোর সুযোগ আছে।
গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় ইউন সুক ইওল ‘উত্তর কোরিয়াপন্থী উপাদান’ এবং সংসদীয় বিরোধীদের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট নির্বাহী শাখার পক্ষাঘাতের বিরুদ্ধে লড়াই করার জন্য সামরিক আইন ঘোষণা করেছিলেন। আকস্মিক এমন ঘোষণার মাত্র ছয় ঘণ্টার মধ্যে সামরিক আইন প্রত্যাহার করা হয়।
Leave a Reply