প্রতিদিনই কমছে রংপুর অঞ্চলের তাপমাত্রা। শনিবার সকাল সাড়ে ৯টায় কুয়াশার চাদরে ঢাকা রংপুর অঞ্চলের রাস্তাঘাট মাঠ প্রান্তর।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আজ রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩ এবং ৯টায় ৯৬ শতাংশ। গতকাল রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ এবং বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা বলছেন, ক্রমেই এই তাপমাত্রা কমবে।
সরেজমিনে আজ সকাল ১০টার দিকেও রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট, রংপুর-দিনাজপুর, রংপুর-ঢাকা মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে বাস মিনি বাস মোটরসাইকেল অটোরিকশাসহ যানবাহন চলতে দেখা গেছে। শীতের কাপড় ছাড়া কেউই বের হননি বাইরে। মাঠ ঘাট প্রান্তর কুয়াশার চাদরে ঢাকা। অনিন্দ্য সুন্দর শীতের সৌন্দর্য। কুয়াশার বৃষ্টিতে ভেজা রাজপথ।
মোস্তাফিজুর রহমান আরো জানান, ‘১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকলে তা আমাদের জন্য ভালো। ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অনেক ক্ষতি হয়।’
Leave a Reply