গাজার ছয় লাখ ৪০ হাজার শিশুকে পোলিওর টিকা দিতে ইসরাইলি সামরিক বাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তিন দিনের এলাকাভিত্তিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
আগামী রোববার ওই টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে হুর কর্মকর্তা রিক পিপারকর্ন জানিয়েছেন।
তিনি বলেন, মধ্য গাজা থেকে টিকা দেয়ার কর্মসূচি শুরু হবে। এ সময় সেখানে তিন দিনের যুদ্ধবিরতি হবে। তারপর দক্ষিণ গাজায় টিকা দেয়ার সময় সেখানে তিন দিনের যুদ্ধবিরতি হবে। আর মানবিক সহায়তার প্রয়োজন হলে প্রতিটি জোনে আরেক দিন করে যুদ্ধবিরতি পালন করা হবে।
হু ২৩ আগস্ট জানায়, গাজার অন্তত একটি শিশু টাইপ ২ পোলিও ভাইরাসের কারণে প্যারালাইজড হয়ে গেছে। গত ২৫ বছরে এই প্রথম সেখানে এ ধরনের রোগের শিকার কাউকে পাওয়া গেল।
ইসরাইলি সামরিক বাহিনীর মানবিক সহায়তা শাখা বুধবার জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনলি সমন্বয়ে এই টিকা দেয়ার কর্মসূচি পালিত হবে। লোকজন যাতে টিকা নিতে মেডিক্যাল সেন্টারগুলোতে যেতে পারে, সেজন্য এই যুদ্ধবিরতি পালিত হবে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Leave a Reply