গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন কুমিল্লা শহরে বসবাসকারী মানুষ। তাদের আশঙ্কা, গোমতীর বাঁধ ভাঙায় তলিয়ে যেতে পারে গোটা শহর।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা শিদা আক্তার জানান, বুড়িচংয়ের বুরবুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পর প্রবল স্রোতে বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
এদিকে কুমিল্লা শহরের সিংহভাগ মানুষ জেগে জেগে দোয়া করছেন। তাদের আশঙ্কা, গোমতীর বাঁধ ভাঙায় তলিয়ে যেতে পারে গোটা শহর।
নগরীর টমছমব্রিজ এলাকার বাসিন্দা মাহবুব কবির জানান, ‘খুব আতঙ্কে আছি। এমনিতেই সামান্য বৃষ্টি হলেই শহরের সড়কগুলো তলিয়ে যায়। গোমতীর বাঁধ ভেঙে শহরে পানি ঢুকছে। যেকোনো সময় শহর তলিয়ে যেতে পারে।’
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘বেড়িবাঁধের বুড়িচং উপজেলায় একটি স্থানে সমস্যার কথা শুনেছি। আমরা ভোরে বাঁধ পরিদর্শনে যাব।’
Leave a Reply