ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তার আগে, গতকাল বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন আগের এমডি তাকসিম এ খান।
উল্লেখ্য, তাকসিম এ খান ২০০৯ সালে ওয়াসার এমডি পদে নিয়োগ পান। এরপর সপ্তম দফায় তার মেয়াদ বাড়ানো হয়।
এমডি হিসেবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালনকালে ঢাকা ওয়াসায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তাকসিম এ খান। তার নানা দুর্নীতি, অনিয়মের অভিযোগ থাকলেও বারবার তার মেয়াদ বাড়ানো হয়। তাকসিম এ খান মার্কিন যুক্তরাষ্ট্রে বসেও দায়িত্ব পালন করতে চেয়েছিলেন। তার মেয়াদকালে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার।
Leave a Reply