চীনে একটি এক্সপ্রেসওয়ের টানেল ধসে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন ৩৭ জন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি রিপোর্টে বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল আড়াইটার সামান্য পর একটি বাসের ওপর ধসে পড়ে সুড়ঙ্গটি। বাসটিতে ছিলেন ৫১ জন আরোহী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে জীবিত ব্যক্তিদের অবস্থা কি রকম সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে এভাবে সড়ক দুর্ঘটনা সাধারণ একটি বিষয়। গত বছর ফেব্রুয়ারিতে সেখানে কেন্দ্রীয় হুনান প্রদেশে এক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন। আহত হন কয়েক ডজন মানুষ। এর আগের মাসে জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হন ১৯ জন।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
Leave a Reply