সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের শেষ দিন আজ। সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দুই দিনব্যাপী নির্বাচনের শেষ দিনে গতকালের তুলনায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরই মধ্যে নয় প্লাটুন পুলিশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আশপাশে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আরো সদস্য সুপ্রিম কোর্টে আসার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সাত হাজার ৮৮৩ আইনজীবী ভোটারের মধ্যে প্রথম দিনে তিন হাজার ২৬১ জন আইনজীবী ভোট দিয়েছেন। এ নির্বাচনে অংশ নিয়েছে বড় দুই দলের ১৪ জন করে ২৮ জন। এর বাইরেও বেশ কয়েকজন আইনজীবী নির্বাচনে অংশ নিয়েছেন।
সাদা প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি পদে ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন (সেতু) ও রমজান আলী শিকদার, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে মো: হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
সাতটি সদস্য পদে খালেদ মোশাররফ রিপন, মাহমুদা আফরোজ (মনি), বেলাল হোসেন শাহীন, মো: রায়হান রনী, মো: খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন ও সৌমিত্র সরদার রনী।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে মনোনীত বিভিন্ন পদের প্রার্থীরা হলেন সভাপতি পদে এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো: রুহুল কুদ্দুস (কাজল), সহ-সভাপতি পদে মো: হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান (মিলন) ও মো: আব্দুল করিম।
সাতটি সদস্য পদে এবিএম ইব্রাহিম খলিল, ফাতিমা আক্তার, মো: শফিকুল ইসলাম শফিক, মো: আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ, রাসেল আহমেদ ও সৈয়দ ফজলে এলাহী অভি।
এছাড়া এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এবং এম কে রহমান প্রার্থী হয়েছেন। সম্পাদক পদে সাদা ও নীল প্যানেলের বাইরে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুঁথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া প্রার্থী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সাদা ও নীল প্যানেলের বাইরে সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।
Leave a Reply