1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর ৪ কর্মকর্তা নিহত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সিরিয়ার রাজধানী দামেস্কে এক ইসরাইলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চারজন কর্মকর্তা নিহত হয়েছে।

শনিবার এ হামলায় নিহতদের মধ্যে আইআরজিসির তথ্য শাখার প্রধানও রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স সূত্রে খবর দিয়েছে ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইল।

সিরিয়াপন্থী জোটের এক সূত্রে রয়টার্স আরো জানিয়েছে, একটি ভবনকে লক্ষ্য করে চালানো এ হামলা।

এদিকে, ইরানপন্থী একটি গ্রুপের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, ওই ভবনটি আইআরজিসির কর্মকর্তারা ব্যবহার করতেন। ইসরাইলি মিসাইল পুরো ভবনটি ধ্বংস করে দিয়েছে।

এদিকে, ভালো অবগত একটি সূত্রে আলজাজিরা জানিয়েছে, সিরিয়ায় বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার সহযোগীরা এ ভবনে অবস্থানের তথ্য জানার পরই সেখানে হামলা চালায় ইসরাইল।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইসের তথ্য অনুসারে, ওই কর্মকর্তাদের বৈঠক চলাকালে চারতলা এ ভবনটিতে হামলা চালানো হয়। এবং এতে পাঁচজন নিহত হন।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভিও প্রতিবেদন করেছে যে ওই ভবনটি লক্ষ্য করে ইসরাইল আগ্রাসন চালিয়েছে।

এদিকে, অসমর্থিত সূত্রে হিব্রু ও আরবি ভাষার গণমাধ্যমগুলো খবর দিয়েছে যে, ওই হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নেতা আকরাম আল-আজৌরিও নিহত হয়েছেন।

তবে ইসলামিক জিহাদ রয়টার্সকে জানিয়েছে, তাদের কেউ আহতও হয়নি।

এদিকে, আলজাজিরা জানিয়েছে, চারজন কর্মকর্তা নিহতের বিষয়টি স্বীকার করেছে আইআরজিসিও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com