বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সভানেত্রীর প্রেসক্রিপশন অনুযায়ীই অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন প্রার্থী বাছাই করে দিচ্ছে।’
৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরায় ‘ঝটিকা মিছিল’ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, ‘একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। কোন আসন, কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে তারা (ইসি)। যেখানে যাকে রাখা দরকার তাকে রেখে অন্যদের মনোনয়নপত্র বাতিল করছে।’
সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারকে বলতে চাই, জাতির সঙ্গে এসব প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। নইলে জনগণ আপনাদের ছাড়বে না।’
দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে রিজভী বলেন, ‘আজকে দেশের উৎপাদনমুখী সকল সেক্টর চরম হুমকিতে পড়েছে। আমদানি-রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। লুটপাট-দুর্নীতির কারণে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সরকারের সেদিকে কোনো মাথাব্যথা নেই। তারা আছে কীভাবে অবৈধ ক্ষমতাকে আরও কুক্ষিগত করে রাখবে।’
সকাল ৭টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরে পার্কের সড়কে জাতীয়তাবাদী মহিলা দলের ২০/২৫ জন নেতাকর্মীকে নিয়ে ‘ঝটিকা’ মিছিল করেন রিজভী। পার্কের কাছ থেকে মিছিলটি প্রধান সড়কে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের পেয়ারা মোস্তফা, রুনা লায়লা, জাকিয়া সুলতানা, নাজমা শিকদার, রোকেয়া সুলতানা তামান্নাসহ ২০/২৫ জন মহিলা নেতাকর্মী ছিলেন।
এদিকে সকালে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলীর নেতৃত্বে রাজধানীর আসাদ গেটে ১০/১২ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। সেখানে পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে নিয়ে গেছে বলে জানান মিছিলে অংশ নেয়া স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী।
Leave a Reply