পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
মার্কিন বাহিনী জানিয়েছে, বিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল কিন্তু জ্বালানি ভরার সময় দুর্ঘটনার শিকার হয়। গত ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর কিছু দিন পরেই পূর্ব ভূমধ্যসাগরে রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে সেখানে অভিযান জোরদার করেছে মার্কিন বাহিনী।
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পরিষেবা সদস্যরা আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেছেন।
তবে পূর্ব ভূমধ্যসাগরের ঠিক কোথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বা বিমানটি কোথায় উড়ছিল- সেই সম্পর্কে মার্কিন বাহিনীর বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার বিমানটি বিধ্বস্ত হয়। শনিবার পর্যন্ত উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয় বলে জানায় নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এমএইচ-৬০ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে। মার্কিন ইউরোপিয়ান কমান্ডার প্রাথমিক বিবৃতিতে বলেছেন, শুক্রবারের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্ত করা হচ্ছে, তবে এতে কোনো শত্রু হামলা চালিয়েছে বলে লক্ষণ নেই।
Leave a Reply