রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রোববার বলেছেন, রাশিয়া তার ভাড়াটে সৈন্যদের ইউক্রেনে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব ধরনের গোলাবারুদ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে প্রিগোজিন বলেছিলেন, তিনি কৌশলগত বাখমুথ থেকে তার যোদ্ধাদের প্রত্যাহার করে নেবেন। এখন তিনি বলেছেন, বাখমুতকে রক্ষা করতে তার যোদ্ধারা ‘প্রয়োজনীয় সবকিছু’ পাবে।
রুশ কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় রাতে পরিচালিত একটি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে।
ইউক্রেনের কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করেন। এলাকাগুলোর মধ্যে রয়েছে কিয়েভ এবং পূর্ব থেকে পশ্চিমের অঞ্চল এবং দক্ষিণে খেরসন অঞ্চল এবং রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া। ইউক্রেনের বিমান বাহিনী আমেরিকার একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র-কে বাধা দেয় এবং ভূপাতিত করে।
খেরসন ওব্লাস্টে রুশ গোলাবর্ষণ জোরদার হলে, মাইন সরানোর কাজে নিযোজিত ছয়জন ইউক্রেনীয় শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।
‘মারিউপোলের কসাই’ নামে পরিচিত একজন বরখাস্ত রুশ জেনারেল নতুন চাকরি পেয়েছেন। তিনি ওয়াগনার ভাড়াটে সৈন্য দলে যোগ দিচ্ছেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা
Leave a Reply