রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিস্ফোরণের সময় ভবনটির সামনে যানজটে আটকে থাকা সাভার পরিবহনের একটি বাসের ৩৫ জন আহত হয়েছেন। এতে বাসের চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাতে সাভার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন বলেন, ‘সদরঘাট থেকে আমাদের সাভার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো: ব-১৫৪৩২৮) সাভারের উদ্দেশে ৪৮ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ফুলবাড়িয়ায় যানজটে আটকে ছিল। এ সময় হঠাৎ ভবনে বিস্ফোরণ ঘটে এবং ভবনের দেয়াল, গ্রিল এসে গাড়িতে আঘাত করে। এতে বাসে থাকা ৪৮ যাত্রীর মধ্যে ৩৫ জন আহত হন।’
উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ছাড়া ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণের পর অনেকেই হতাহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় নিহতের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ইতোমধ্যে আমরা জেনেছি অনেকেরই মাথায় আঘাত বেশি হয়েছে। রক্তক্ষরণের কারণে বেশি মৃত্যু হয়েছে। অনেকেই আবার পুড়েও গেছে। আমাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাত জন ভর্তি হয়েছে। তাদের ৮০ শতাংশ পুড়ে গেছে। অনেকে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার এখানে চলে আসছে। এখানে চিকিৎসার সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
Leave a Reply