বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে প্রতিবাদী মশাল মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ। রোববার (১১ মে) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোর থেকে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তিন নাম্বার গেট হয়ে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদিক্ষণ করেন আন্দোলনকারীরা।
এসময় শিক্ষার্থীরা এক দফা এক দাবি ; ভিসি তুই কবে যাবি, বারে বারে মামলা ; এবার গদি সামলা, ক্যাম্পাস আমার গোল্লায় যায়; দালার ভিসি ঢাকায় রয়, মামলাবাজ ভিসির ঠিকানা; এই ক্যাম্পাসে হবে না সাত মাস চলে গেল; উন্নয়নের কি হলো সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে, রোববার সকালে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে শিক্ষার্থীরা। সাথে সাথে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া প্রশাসনিক কার্যক্রম পূর্বের মত শাটডাউন থাকবে৷
তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, পরিবহন সেবা, লাইব্রেরী ও মেডিকেল সেবাসহ অন্যান্য জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত থাকবে৷
আন্দোলনরত শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, এই বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শুচিতা শরমিনের কাছে আর নিরাপদ নয়। শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছে । আমরা আজকে এই প্রতিবাদী মিছিল থেকে বলতে চাই, আপনার (উপাচার্যের) যদি লজ্জা শরম থেকে থাকে তাহলে চলে যান। শিক্ষার্থীরা আপনাকে চায় না।
আন্দোলনরত আরেক শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ভিসি পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছি। উপাচার্য অতিশীঘ্র যদি পদত্যাগ না করেন আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
আন্দোলনরত শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও রাষ্ট্র এদিকে কোনো নজর দিচ্ছে না। আগামীকাল আমাদের শিক্ষক শিক্ষার্থীদের মহাসমাবেশ রয়েছে। তারপর আমরা অনশনসহ দক্ষিণবঙ্গ অচল করার মত কার্যক্রমে যেতে বাধ্য হবো।
সার্বিক বিষয় জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি ও উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরিমনকে একাধিকবার কল করা হলেও তারা কোনো সাড়া দেননি।
Leave a Reply