চট্টগ্রাম মহানগরীর হালিশহরে এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালিশহরে পানির ট্যাংক এলাকার ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিহত রাবেয়া খাতুনের (৫০) স্বামী মোহাম্মদ জামিন (২৯) পলাতক রয়েছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহির উদ্দিন জানান, পারিবারিক ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীর গলায় ছুরি ঢুকিয়ে দেয়। আহত অবস্থায় রাবেয়া নামে এ নারীকে হালিশহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মোহাম্মদ জামিন ঘটনার পর পালিয়েছে, তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। এ ব্যাপারে হত্যা মামলা করা হবে।
স্থানীয়রা জানান, এ-ব্লক ৪ নম্বর রোডে টিনশেড বাসায় ভাড়া থাকতেন ভাঙ্গারী (পুরানো জিনিসপত্র) ব্যবসায়ী কিশোরগঞ্জের মোহাম্মদ জামিন। ৯ মাস পূর্বে হাটহাজারীর রাবেয়া খাতুনের সাথে তার বিয়ে হয়।
জানা গেছে, জামিনের সংসারে বাচ্চা নেয়ার বিষয়ে বেশ কিছু দিন ধরে তাদের ঝগড়া চলছিল। জামিন বাচ্চা নেয়ার পক্ষে থাকলেও রাবেয়া এতে রাজি ছিল না।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে জামিন রাবেয়ার গলা কেটে দেয়। রাবেয়া এ অবস্থায় দৌড়ে পালিয়ে রাস্তায় বেরিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
Leave a Reply