বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের সংগ্রহ নিয়েই থামল ভারত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৪০৯ রানে থামল ভারতের ইনিংস। জয়ের জন্য বাংলাদেশকে টপকাতে হবে পাহাড়সম ৪১০ রান। অবশ্য শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। টস জিতে বোলিং নিয়ে প্রথম উইকেটের দেখা পেতে বেশি সময় লাগেনি বাংলাদেশের। দলীয় পঞ্চম ওভারেই মেহেদী মিরাজ ফিরিয়ে দেন শিখর ধাওয়ানকে। তবে এরপরই জমে উঠে কিশান-কোহলির জুটি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ২৯০ রানের জুটি ভেঙে ইশান কিশান যখন ফিরলেন, নামের পাশে তখন অজস্র রেকর্ড। ফেরার আগে তার ব্যাটে এসেছে ২৪ চার আর ১০ ছক্কায় ১৩১ বলে ২১০ রান। ক্যারিয়ারের প্রথম শতকটাকেই দ্বিশতকে রূপান্তর করেন কিশান। ৮৫ বলে প্রথম ১০০ সংগ্রহের পর ইশান দ্বিতীয় ১০০ সংগ্রহ করেন মাত্র ৪১ বলে। ফলে ১২৬ বলে ইতিহাসের দ্রুততম দ্বি-শতকের রেকর্ড গড়েন ইশান কিশান। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে ৯ম দ্বি-শতক করেছেন এই তরুণ তুর্কি।
এদিকে মাত্র ১ রানে লিটনের হাতে জীবন পাওয়া কোহলিও ছুটেছেন ইশানের সাথে পাল্লা দিয়ে। অবশ্য শুরুর দিকে ব্যাকরণ সম্মত ব্যাটিংয়েই মনযোগী ছিলেন কোহলি। তবে সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন তিনি। পেয়ে যান ক্যারিয়ারের ৭২তম শতকের দেখাও। ৫৪ বলে অর্ধশতক ছোঁয়া কোহলি শতক স্পর্শ করেন মাত্র ৮৫ বলে। প্রায় সাড়ে তিন বছর পর ওয়ানডেতে শতকের দেখা পেয়েছেন কোহলি। তবে শতকের পরপরই সাকিবের শিকার হয়ে ফিরেছেন কোহলি।
ইশান কিশানের পর বিরাট কোহলির আউট হবার আগে আরো দুটি উইকেট শিকার করেছে বাংলাদেশ। ফিরিয়েছে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলকে। দু’জনকেই ফিরিয়েছেন ইবাদত। আয়ার ৩ ও রাহুল করেন ৮ রান। দ্রুত ৪ উইকেট হারানোয় ৪৪.১ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৪৪ রান। ষষ্ঠ উইকেট জুটিতে ৩৭ বলে আরো ৪৬ রান যোগ করেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। ১৭ বলে ২০ করে তাসকিনের দ্বিতীয় শিকার জন অক্ষর। সাকিবের দ্বিতীয় শিকার হবার আগে ওয়াশিংটন সুন্দর করেন ৩৭ রান।
বোলিং ইনিংসটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে বাংলাদেশ। দলের সেরা বোলার সাকিব আল হাসান। ২ উইকেটের সাথে ইকোনমিও তার ৭ এর নিচে। ৭ নিচে ইকোনমি ছিল মুস্তাফিজেরও, তবে তার শিকার ১ উইকেট। তাসকিন ও ইবাদত দুটি করে উইকেট পেলেও রান দিয়েছেন অকাতরে। ৯ ওভারে ৮৯ রান দিয়েছেন তাসকিন, সমান সংখ্যক ওভারে ইবাদত দিয়েছেন ৮০ রান। ৭৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মিরাজ।
Leave a Reply