মড়ার উপর খাঁড়ার ঘা। ম্যাচ তো হারতেই হলো, এবার ভারতকে গুণতে হলো মোটা অংকের জরিমানা। নাটকীয় ম্যাচে হারের তেঁতো স্বাদের পাশাপাশি ম্যাচ ফি’র প্রায় সবটাই হারিয়েছে রোহিত শর্মার দল।
সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে ভারতীয় দলকে। ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা গুণতে হয়েছে ভারতীয়দের। নির্ধারিত সময়ের মধ্যে ভারত ৪ ওভার কম করায় এই শাস্তি পেতে হয়েছে ভারতকে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে শাস্তি আরোপ করেন।
আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ এ আছে স্লো ওভার রেটের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ না করতে পারলে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হবে। সুবাদে ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয় ভারত দলের।
এর আগে ম্যাচেও হেরে যায় ভারত। নাটকীয়তায় ভরপুর ম্যাচে ১ উইকেটে হেরে যায় রোহিত শর্মার দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ফের মুখোমুখি হবে দুই দল। ১-০ তে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি।
Leave a Reply