বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে উগ্রবাদী গ্রুপের পৃথক দুই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সেনাবাহিনীর সহায়ক শক্তির আট বেসামরিক নাগরিক রয়েছে।
মঙ্গলবার নিরাপত্তা ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে উগ্রবাদীদের দমনে লড়াই করে আসছে।
দীর্ঘ লড়াইয়ে হাজারো বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
উগ্রবাদ দমনের ব্যর্থতায় ক্ষোভের বহিঃপ্রকাশে এ বছর অসন্তুষ্ট সেনা কর্মকর্তারা দেশটিতে দু’বার সামরিক অভ্যুত্থান ঘটায়।
নিরাপত্তা বাহিনীর এক সূত্র এএফপি’কে বলেছে, ‘সশস্ত্র ব্যক্তিরা সোমবার প্রথম প্রহরে সফি গ্রামে হামলায় চালায়।’ এতে সেনাবাহিনীর সহায়ক শক্তি ভিডিপি’র আট সদস্য নিহত হয়।
স্থানীয় এক সূত্র এ হামলার খবর নিশ্চিত করেছে।
নিরাপত্তা সূত্র আরো জানায়, মার্কোয়ির কাছে পৃথক এক হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
নিহতদের এক আত্মীয় এএফপি’কে বলেন, ‘সন্ত্রাসীরা সলমোসি-মার্কোয়ি সড়ক থেকে তিন যুবককে অপহরণ করে। পরে এক জঙ্গলের ভিতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।’
সূত্র : এএফপি, বাসস
Leave a Reply