বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় আসামি বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর জামিন আদেশ বহাল রেখেছে জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার আবদুল আউয়াল মিন্টু ফেনী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবীরা।
আইনজীবীরা জানান, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান তার জামিন মঞ্জুর করেন।
শুনানিতে অ্যাডভোকেট আবু তাহের, মেজবাহ উদ্দিন খান, সাহাব উদ্দিন আহমেদ, পার্থপাল চৌধুরী প্রমুখ আইনজীবী অংশ নেন।
এর আগে ১ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ মিন্টুকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দু’পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। পরদিন সোনাগাজী মডেল থানায় আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করে পুলিশ।
Leave a Reply