সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকে গত দুই দিন ধরে নিখোঁজ স্বামীর সন্ধানে ছবি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রেশমি। কিন্তু কোথাও নেই স্বামী কাভার্ডভ্যানচালক শাহজাহানের খোঁজ।
সোমবার দুপুরে, রেশমি এসেছেন ডিএনএ পরীক্ষার জন্য। কোলে তিন মাসের ছেলে সন্তান রিহাদ; বাম হাতে ধরেছিলেন তিন বছর বয়সী আরেক ছেলে রিহানকে। হাসপাতালের জরুরি বিভাগের বাইরে ডিএনএ নমুনা সংগ্রহ কেন্দ্রের সামনে দেখা যায় রেশমিকে।
রেশমি জানান, চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাটে স্বামীর সাথে থাকতেন তিনি। স্বামী কাভার্ডভ্যানচালক শাহজাহানের সাথে শনিবার রাতে তার শেষ কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, কাভার্ডভ্যান নিয়ে ভাটিয়ারী যাচ্ছেন। আগেও অনেকবার সেই ডিপোতে গিয়েছিলেন। এবার গিয়ে আর ফিরে আসেননি।
সেই রাত থেকেই রেশমি বিভিন্ন স্থানে ছুটাছুটি করেছেন, কিন্তু খোঁজ মেলেনি তার স্বামী শাহজাহানের। রেশমি বলেন, জানি না কোথায় গেলে তাকে ফিরে পাব। অন্তত লাশটা পেলেও সান্ত্বনা পেতাম।
Leave a Reply