1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লাবাসীর

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। ২২ এপ্রিল শুক্রবার বিকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের নিকট কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন বিশিষ্ট সাংবাদিক লেখক নিউইয়র্ক বাংলা ডট কম এর সম্পাদক আকবর হায়দার কিরন, বৃহত্তর কুমিল্লা ফাউন্ডেশন সভাপতি ও খবর ডট কম সম্পাদক মশিউর রহমান মজুমদার, আলোকচিত্র শিল্পী নীহার সিদ্দিকী সহ অন্যান্যরা। স্মারকলিপিতে আরো স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শহীদুল হক, মোহাম্মদ নুর হোসেন, কামরুন নাহার প্রমুখ।
স্বারকলিপিতে প্রবাসীরা বলেন, আমেরিকা থেকেও বাংলাদেশের উন্নয়নে প্রবাসী কুমিল্লাবাসী শ্রমের অর্থ পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হয়ে অবদান রাখার চেষ্টা করছে। আপনি জাতির পিতার সুযোগ্য কণ্যা। দেশ পরিচালনায় ও দেশের উন্নয়নে আপনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুমিল্লাবাসীর দীর্ঘ দিনের দাবী সকল ক্ষেত্রে অগ্রসরমান কুমিল্লাকে বিভাগ করা। আমরা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগের নামকরনের জন্য আপনার নিকট বিনীত আবেদন করছি।
স্বারকলিপিতে প্রবাসীরা আরো বলেন, একজন খুনির অপকর্মের জন্য সারা কুমিল্লাবাসী দায়ী হতে পারেনা। বাংলাদেশে প্রতি ইঞ্চি জায়গা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রচেষ্টা এবং নেতৃত্বে স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে কোন খুনির জায়গা নাই। আমাদের মাননীয় সংসদ সদস্য আ. ক. ম বাহাউদ্দিন বাহার আমাদের দাবীর যথার্থতা আপনার সমীপে উত্থাপন করেছেন। জাতির পিতার কণ্যা হিসেবে আপনি তা অনুভব করবেন বলে আমাদের বিশ্বাস। আপনি আমাদের দাবী অচিরেই কুমিল্লা নামে ”কুমিল্লা বিভাগ” এর ঘষোনা দিয়ে প্রবাসীদের আশা পূর্ণ করে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এদিকে স্মারকলিপি গ্রহণ করে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম প্রবাসী কুমিল্লাবাসীর প্রানের দাবি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা সংক্রান্ত স্বারকলিপি প্রধানমন্ত্রী বাংলার গণমানুষের নয়নমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট দ্রুত পৌঁছানোর আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com