চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান ও একটি জুতার গোডাউন পুড়ে গেছে।
শুক্রবার দিনগত রাতের বিভিন্ন সময়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিন রাত ২টা ৪০ মিনিটে নগরীর কোতোয়ালি থানার বক্সিরহাট এলাকায় একটি কাঁচা মার্কেটে আগুন লাগে। এতে সাতটি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও চন্দনপুরা ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
অপরদিকে রাত ২টা ৫৫ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা এলাকায় আগুনে একটি কাঁচা মুদির দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া একই সময়ে রিয়াজউদ্দিন বাজার এলাকার বিএম সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লেগে একটি জুতার গোডাউন পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply