নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি আশা করি সবাই নৌকায় ভোট দেবেন। নৌকায় ভোট দিলেই আইভীকে দেওয়া। আইভী আর নৌকা একই।’ আজ শুক্রবার শহরের ১৩ নং ওয়ার্ডে গণসংযোগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইভী বলেন, ‘আপনাদের জানা দরকার স্থানীয় সরকারের অধীনে যানজটের কিছু নেই। যানজটের জন্য এসপি সাহেব আছেন, ট্রাফিক ডিপার্টমেন্ট আছে। আমি জানি না আপনারা কেন জেনেশুনে এই প্রশ্নটা করেন। তবে এসপি আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চান, আমরা সে ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। আমাদের একটা ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান হচ্ছে। তারা বলে দেবে কী ধরনের যানবাহন এ শহরে থাকলে যানজট কমবে। এমআইআরটি লাইন আসছে, এটা এলে যানজট নিরসন হবে। এছাড়া সারাদেশেই যানজটের সমস্যা আছে।’
তিনি বলেন, ‘আমি যদি নির্বাচিত হয়ে আসি তাহলে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেব খেলার মাঠ ও পার্কের জন্য। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়া, প্রয়োজনে জায়গা একোয়ার করে মাঠ করা এবং খালগুলো খনন করা। প্রথমবার মানুষের চাহিদা ছিল শুধু রাস্তা আর ড্রেন। কিন্তু এখন মানুষের মাঝে ডিমান্ড আসছে আমাদের স্কুল নেই, কবরস্থান নেই। এগুলোর এবার আমি হিসেব রাখছি। পরবর্তীকালে এগুলোর কাজ করব।’
নাসিকের সাবেক মেয়র বলেন, ‘নির্বাচন এলে এমন হয়। কেউ অভিযোগ তুলবে, একটু টান টান অবস্থা থাকবে। কিন্তু দিন শেষে দেখা গেছে, সব নির্বাচনই নারায়ণগঞ্জে সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। এখানে কোনো ধরনের সহিংসতার পর্যায়ে যায়নি। আমি আশা করি এবারও আমরা সহিংসতা পরিহার করে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করব। আমার কোনো অভিযোগ নেই। উনি প্রচার চালাচ্ছেন, আমিও চালাচ্ছি। দুইদিন পরে দেখবেন, সবাই ব্যস্ত হয়ে গেছে প্রচার-প্রচারণায়। তখন কেউ কারও বিরুদ্ধে অভিযোগ দেওয়ার সময় পাবে না।’
আইভী আরও বলেন, ‘আমি আমার আগের কাজগুলোই সম্পন্ন করব। আপনারা জানেন ওয়াসা আগে ঢাকা থেকে পানি সরবরাহ করত। এখন সিটি করপোরেশনের অধীনে চলে এসেছে। আমি চেষ্টা করব যেন সুপেয় পানিটা জনগণকে পৌঁছে দিতে পারি। আমাদের পাইপ অনেক পুরানো, সব পাইপ পরিবর্তন করব। পাশাপাশি খাল খনন পুকুর করা মাঠ করা এ কাজগুলো করতে চাচ্ছি বেশি।’
Leave a Reply