বিএনপি নেতা মনির হোসেনকে প্রকাশ্যে হাজির করার দাবি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবিলম্বে তার সন্ধান চাই। আজ বুধবার তিনি এই দাবি জানান। মনির হোসেন রাজধানীর রামপুরার ৯৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
রিজভী বলেন, গত সোমবার মনির হোসেন কুমিল্লায় একটি রিহাবে ক্লাস নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। ওই দিন আনুমানিক রাত ৩টায় র্যাব পরিচয়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোথায় আছে পুলিশ কোনো সন্ধান দিচ্ছে না।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা মনির হোসেনকে অবিলম্বে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানান রিজভী।
Leave a Reply