1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

প্রভা এবার সাংবাদিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

মফস্বলের জনপ্রিয় পত্রিকা বাংলার মুখ। বিপুল ও সুরঞ্জনা সাহিত্য পাতায় কাজ করেন। অফিসে দেখা হলে ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারতেন না। রোজ নিয়ম করে তাই প্রতি রাতে ফেসবুক ম্যাসেঞ্জারের কথা হতো তাদের। মাঝে মধ্যে দেখাও করতেন। বিপুল তার ভালোলাগা ভালোবাসার কথা জানালে সুরঞ্জনা অবাক হয়ে জানায়, আমি শুধু আপনাকে বন্ধু ভেবেছি, আর কিছু নয়।

আমি আসলে যার জন্য অপেক্ষা করছি, সে ঠিক আপনি নন। দুর থেকে বিপুল কষ্ট পেতে থাকে। তবুও শেষবারের মতো বিপুল সুরঞ্জনার মুখোমুখি হয়। সেদিন কবিতার ছলে আবারও বিপুল তার ভালোবাসা প্রকাশ করলে সুরঞ্জনা জানায়,‘আমি চিরতরে হারিয়ে যাবো। আমি শুধু তোমার কল্পনা মাত্র।’

ম্যাসেঞ্জারে ঢুকে দেখে সুরঞ্জনা বিপুলকে ব্লক করে দিয়েছে। কারণ সেটি একটি ফেক আইডি ছিল। বিপুলের কল্পনা শেষ হলে আমরা দেখি বিপুল কবি জীবনানন্দ দাশের সুরঞ্জনা কবিতার বই পড়তে গিয়ে সুরঞ্জনা চরিত্রের প্রেমে পড়ে যায় এবং সে কল্পনায় যে সুরঞ্জনাকে দেখতে পেতো, হঠাৎ তার সামনে ঠিক সেই চেহারার অন্য আরেকজন কিন্তু সে তো সুরঞ্জনা নয়। সে পাশের বাড়ির কোন এক বৌদি। বিপুল কান্না করে মাকে ডাকলে মা এসে ছেলের অসহায়ত্ব দেখে কান্না করে। তখন আমরা দেখতে পাই, বিপুল হুইল চেয়ারে বসা মুখে পোড়া ক্ষত অসুস্থ এক যুবক।

তার কল্পনার সুরঞ্জনা শেষে এসে এভাবে শেষ সংলাপ দিয়ে তাকে কাঁদিয়ে চলে যাবে তা সে স্বপ্নেও ভাবেনি। আসলে মানুষের সব চাওয়া পাওয়া কি পূর্ণতা পায়? কিন্তু তবুও তো মানুষ স্বপ্ন দেখে বারবার।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘সুরঞ্জনার শেষ সংলাপ’। এতে সুরঞ্জনার চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা আর বিপুলের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। নাটকে দুজনকেই দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়। আহমেদ তাওকীরের রচনায় এটি নির্মাণ করেছেন সীমান্ত সজল। ‘সুরঞ্জনার শেষ সংলাপ’ প্রচার হবে আজ শনিবার রাত ৮টায় আরটিভিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com