নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরির দুদিন পর উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে কবিরহাট প্রাইভেট হাসপাতালের ম্যানেজার জুলফিকার হায়দার সহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কবির হাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সাহাজির হাটবাজার এলাকার সোবহান মুন্সিবাড়ির আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নবজাতক শিশুটি নোয়াখালী সদর উপজেলার কাদিও হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মো. আবদুল মালেক ও জুলেখা বেগম দম্পতির ছেলে।
এর আগে গত বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এ নবজাতক চুরির ঘটনা ঘটে। তার আগের দিন গত ১৭ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
গত বুধবার সন্ধ্যায় নবজাতক শিশুর মা জুলেখা বেগম তার একদিন বয়সী শিশু সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এর পর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের আর কোনো সন্ধান পাননি তিনি।
সুধারাম মডেল থানার এসআই আল মাহম্মুদ শরীফ জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মানবপাচার আইনে একটি মামলা হলে পুলিশ গতকাল কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সাহাজির হাটবাজার এলাকার সোবহান মুন্সিবাড়ির আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করে। ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply