এবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, গতকাল নতুন করে দুজন করোনাভাইরাস (কোভিড -১৯) আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী বাংলাদেশি। অপরজন ৩৯ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক।
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন দুই রোগীসহ আমিরাতে মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। বাকি আটজনকে বিশেষ চিকিৎসা এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের ভাইরাসের পরিমাণ স্থিতিশীল থাকায় ভয়ের কোনো কারণ নেই।
এর বাইরে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কয়েকজন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা ‘খুবই সঙ্কটাপন্ন’।
গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে ভাইরাসটি। চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে ভাইরাসটি। এতে দুই হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে।
Leave a Reply