কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে গুলি করে একজনকে অপহরণ করেছে রোহিঙ্গা দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে একজন। গতকাল রোববার রাত সোয়া ৮টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে এ ঘটনা ঘটে।
অপহৃত আবু সৈয়দ ওরফে আব্দুল্লাহ (৩৮) উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আলী আহম্মদের ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে, ক্যাম্পটির একই ব্লকের তোফায়েল আহমদের ছেলে এনামুল হাসান (৩৭)।
আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১৪ এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাতে পুলিশ সুপার নাঈমুল হক বলেন, রোববার রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সৈয়দকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ জোবায়ের ওরফে কালা জোবায়ের এর নেতৃত্বে ৫০/৬০ জন অজ্ঞাত দুর্বৃত্ত। এতে বাধা দিলে দুর্বৃত্তরা এনামুল হাসান নামের একজনকে গুলি করে। এতে সে আহত হলে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় তুর্কি হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানিয়েছে, মোহাম্মদ জোবায়ের ও আবু সৈয়দের নেতৃত্বে পৃথক দুটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ক্যাম্পে সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আবু সৈয়দকে অপহরণ করে নিয়ে যায়। আর গুলিবিদ্ধ এনামুল হাসান রোহিঙ্গা সন্ত্রাসী আবু সৈয়দের সমর্থক।
অপহৃত রোহিঙ্গাকে উদ্ধারে এপিবিএন রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান পুলিশ সুপার নাঈমুল হক।
Leave a Reply