বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন এবং করোনার উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৫১২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৭০ জন।
আজ শুক্রবার ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, এ নিয়ে বগুড়ায় মোট ৪৫৫ জন মৃত্যু হয়েছে। গত একদিনে মারা যাওয়া ৯জনের বাড়িই বগুড়ায়।
তারা হলেন- সদরের আব্দুল হাকিম (৪৯), শেরপুরের নাজমা (৬৭), আদমদীঘির শামসুননাহার (৫৫) ও বেদেনা (৪০), নন্দীগ্রামের আব্দুল জব্বার (৭০), কাহালুর মুসলেমা (৪৫), শাজাহানপুরের তানিয়া (২৫), দুপচাঁচিয়ার আগর আলী (৫৫) এবং সদরের ঠেঙ্গামারা এলাকার বাদশা মিয়া (৬২)।
এদের মধ্যে হাকিম, নাজমা, শামসুন নাহার ও বেদেনা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে, জব্বার, মুসলেমা ও তানিয়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আগর ও বাদশা মিয়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছয় জনের মৃত্যুর কথা জানিয়েছেন।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৯৬ জন, শাজাহানপুরের ১৪ জন, শিবগঞ্জে ৯জন, ধুনটে ৯ জন, গাবতলীতে সাত জন, সারিয়াকান্দিতে ছয় জন, দুপচাঁচিয়ায় ছয় জন, নন্দীগ্রামে ছয় জন, শেরপুরে ছয় জন, কাহালুতে পাঁচ জন, সোনাতলায় চার জন এবং আদমদীঘিতে দুই জন আক্রান্ত হয়েছেন।
Leave a Reply