করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) স্থগিত হয়ে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামী ৩১ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরমেটে হতে যাওয়া ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টটি। এবারের আসরে ক্রিকেটারসহ কোচিং ও সাপোর্টিং স্টাফদের থাকতে হবে বায়ো-বাবলের ভেতর। তবে বায়ো-বাবল শুরুর আগে দু’বার কোভিড টেস্টে নেগেটিভ হলেই বায়ো-বাবলে সুযোগ পাবেন তারা।
ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের প্রথম করোনা টেস্ট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২৬৯ জন ক্রিকেটার ও কোচিং স্টাফের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন সাতজন ক্রিকেটার ও দুইজন ক্লাব কর্মকর্তা। তবে আক্রান্তদের নাম ও ক্লাবের নাম এখনো জানা যায়নি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। তবে আক্রান্তদের দ্বিতীয়বার কোভিড টেস্ট নেগেটিভ আসলে বায়ো-বাবলে যেতে পারবেন তারা।
গত বছরের ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় ডিপিএল ২০১৯-২০ মৌসুমের খেলা। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি। প্রথম রাউন্ড পর ঘোষণা স্থগিত রাখা হচ্ছে টুর্নামেন্টটির পরের রাউন্ড। পরিস্থিতির অবনতি হলে ২০২০ সালের ১৯ মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের ক্রিকেট। এরপর আর মাঠে গড়ায়নি আসরটি।
Leave a Reply