এককভাবে কোপা আমেরিকা আয়োজন করার সুযোগ পেতে যাচ্ছে আর্জেন্টিনা। দ্রুত সময়ের মধ্যে অফিসিয়ালি ঘোষণা আসার কথা রয়েছে। মূলত আরেক আয়োজক দেশ কলম্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় এ সুযোগ পেতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। কোপার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবার যৌথ আয়োজনের কথা থাকলেও এখন আর তা সম্ভব হচ্ছে না।
দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এবারের টুর্নামেন্ট একা আয়োজন করবে আর্জেন্টিনা। শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
কনমেবল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ‘কোপা আমেরিকা নভেম্বরে পুননির্ধারিত করতে কনমেবলের কাছে কলম্বিয়ান সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। তার প্রেক্ষিতে আমরা জানাচ্ছি আন্তর্জাতিক প্রতিযোগিতা বর্ষপঞ্জিকা অনুযায়ী কোপা আমেরিকা নভেম্বরে নেওয়া অসম্ভব।’
গত বছরে করোনার সংক্রমণের কারণে আসরটি স্থগিত করা হয়েছিল। চলতি বছরে কঠোর স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে ফুটবল মাঠে ফেরায় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় কনমেবল। আগামী ১৩ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত হবে দক্ষিণ আমেরিকার এই ফুটবল মহাযজ্ঞ। তবে আসরের সময় কিছুটা পেছানোর অনুরোধ জানালেও কলম্বিয়ার সেই অনুরোধ রাখা হচ্ছে না।
Leave a Reply