করোনাভাইরাসের সংক্রমণের কারণে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের বহর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। অংশ নেওয়া প্রতিটি দেশ তাদের স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখতে পারবে, যা আগে ২৩ জন ছিল।
উয়েফার ন্যাশনাল টিমস কমিটির সবশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সংস্থাটির নির্বাহী কমিটির অনুমোদন প্রয়োজন, যা শুধু আনুষ্ঠানিকতা বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের সংক্রমণের ভেতর খেলোয়াড়দের ওপর চাপ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে, প্রতি ম্যাচে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্তও নেওয়া হয়।
করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়া প্রতিযোগিতাটি আগামী ১১ জুন থেকে শুরু হয়ে চলবে ১১ জুলাই পর্যন্ত। খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার সময়সীমা আগামী ১ জুন।
Leave a Reply