ক্যান্ডি টেস্টের পঞ্চম দিনে এসেও প্রথম ইনিংসের ব্যাট করছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দেওয়া ৫৪১ রানের জবাব ভালো ভাবেই দিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। ব্যাটিং নির্ভর এই উইকেটে দাঁড়িয়ে টাইগারদের দেওয়া বিশাল লক্ষ্য পেরিয়েছে দিমুথ করুণারত্নেরা। তবে চতুর্থ দিনে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য হলেও পঞ্চম দিনের শুরুতে ধনাঞ্জয়া ডি সিলভাকে ও দিমুথ করণারত্নেকে ফিরিয়ে সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ।
আলোক স্বল্পতার কারণে চতুর্থ দিনের শেষ সেশনে দু’বার খেলা বন্ধ রাখা হয়। পরে সম্ভব না হওয়ায় চতুর্থ দিনের ১৫ মিনিট হাতে থাকতেই তিন উইকেট ৫১২ রানে খেলা শেষ করা হয়। এরপর আজ পঞ্চম দিনে এসে শুরু থেকে মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান করুণারত্নে।
দ্রুত রান তুলতে গিয়ে ইনিংস বেশি দূর নিতে পারেননি তারা। দলীয় ৫৩৫ রানে ডি সিলভাকে (১৬৬) সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। এই ব্যাটসম্যান ফিরে গেলে করুণারত্নের সঙ্গে গড়া ৩৪৫ রানের বিশাল জুটিতে ভাঙন ধরে। খানিক সময় পরই বাংলাদেশের দেওয়া লিড অতিক্রম করে স্বাগতিকরা। তবে এরপর আর স্থানীয় হতে পারেননি ওপনার করুণারত্নেও। নিজের পরের ওভারে এসে আবারও উইকেটে আঘাত হানেন তাসকিন। এতেই লঙ্কান অধিনায়কে ২৪৪ রানে সাজঘরে ফেরান তিনি।
Leave a Reply