1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান, একে৪৭-সহ বিপুল অস্ত্র উদ্ধার শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয় বাইডেন-ট্রাম্প বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে কী বললেন নুর বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান

এই লকডাউন বিজ্ঞানসম্মত নয় : বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

লকডাউনকালে গরিব ও অসহায়দের ঘরে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে গিয়ে এই আহ্বান জানানো হয়।

গতকাল শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই ভার্চুয়াল বৈঠকে হয়। পরে আজ রোববার দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের চরম উদাসীনতা ও অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

দলের স্থায়ী কমিটির নেতারা মনে করেন, ঘোষিত লকডাউনের পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। তা না হলে সংক্রমণ বাড়তে থাকলেও এমন পরিস্থিতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কীভাবে হলো?

মহামারির এমন পর্যায়ে এসে এসব অনুষ্ঠান সরকারের স্বেচ্ছাচারিতা ছাড়া কিছু নয় উল্লেখ করে দলটির নেতারা বলেন, তখন সংক্রমণ বড়লেও সরকার অনুষ্ঠানের জন্য চুপ ছিল। আর এখন যেভাবে লকডাউন দিয়েছে, সেটা বিজ্ঞানসম্মত নয়। এতে গরিব-অসহায় মানুষের কষ্টই হবে।

ভার্চুয়াল প্রতিবাদ সভা

নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন দমনে সরকার নিপীড়ন চালিয়েছে উল্লেখ করে ভার্চুয়াল প্রতিবাদ সভায় দলটির নেতারা দাবি করেন, অচিরেই বিএনপির নেতাকর্মীদের ওপর থেকে ষড়যন্ত্রমূলক সব মিথ্যা মামলা তুলে নিতে হবে।

রোজার আগে টিসিবি পণ্যের মূল্যবৃদ্ধি গণবিরোধী

সভায় পবিত্র রমজানের আগেই টিসিবির দ্রব্য মূল্য বৃদ্ধি এবং গণপরিবহণের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী হিসেবে আখ্যা দেয় দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সভায় অবিলম্বে ভুর্তকির মাধ্যমে দ্রব্য মূল্য হ্রাস এবং গণপরিবহনের ভাড়া কমানোর জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

ফেসবুকসহ ডিজিটাল প্লাটফর্ম নিয়ন্ত্রণে উদ্বেগ প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি কর্তৃক ফেসবুকসহ সব ধরনের ডিজিটাল প্লাটফর্ম নিয়ন্ত্রণে সরকারের স্বেচ্ছাচারিতায় উদ্বেগ প্রকাশ করা হয়। একদিকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মত প্রকাশের অধিকার খর্ব করা অন্যদিকে প্রযুক্তির মাধ্যমে জনগণের সংবিধান সম্মত মৌলিক অধিকার হরণ করার জন্য সরকারকে ধিক্কার জানানো হয়।

সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com