স্প্যানিশ লা লিগায় দুরন্ত ছন্দে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থমকে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে। স্প্যানিশ দলটিকে হারিয়ে সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে অ্যাটলেটিকোকে হারায় চেলসি। প্রথম লেগে অ্যাটলেটিকোর মাটিতে চেলসি জিতেছিল ১-০ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে চেলসির জয়ের ব্যবধান ৩-০।
ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি চেলসির দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে দুরন্ত দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ অপরাজিত। জয় ৯টি ও ড্র ৪টি। চেলসির ইতিহাসে নতুন কোচের হাত ধরে এটাই অপরাজেয় পথচলার রেকর্ড।
ঘরের মাঠে ৩৩ মিনিটে এগিয়ে যায় চেলসি। জার্মান ফরোয়ার্ড টিমো ভেরনার পাসে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরক্কোর মিডফিল্ডার জিয়াশ (১-০)। এক গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা ভালোই করেছে অ্যাটলেটিকো। কিন্তু ভাগ্য সহায় ছিল না।
উল্টো ৮১ মিনিটে দলটি ১০ জনের দলে পরিণত হয়। প্রতিপক্ষের ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে কনুই দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন স্তেফান সাভিচ। এই সুযোগটা কাজে লাগায় চেলসি বাকি সময়ে।
অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলের দেখা পায় দলটি। ক্রিস্টিয়ান পুলিসিকের পাসে কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন আগ মুহূর্তেই হাভার্টজের বদলি নামা এমেরসন। মাঠে নেমে ৪০ গজ দৌড়ে এসে এটাই ছিল এই ইতালিয়ান ডিফেন্ডারের বলে প্রথম ছোঁয়া!
দিনের অন্য ম্যাচে লাৎসিওকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। শেষ আটের বাকি দলগুলো হলো-পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পোর্তো ও বরুশিয়া ডর্টমুন্ড। আগামী শুক্রবার হবে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র।
Leave a Reply