নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষের গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে নোয়াখালীতে কালো পতাকা মিছিল হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দীর্ঘ ৪৫ ফিট লম্বা কালো পতাকার দুই পাশে সারিবদ্ধভাবে গণমাধ্যম কর্মীরা মিছিলে অংশ নিলেও দেয়া হয়নি কোনো স্লোগান। এছাড়া প্রত্যেক গণমাধ্যকর্মীর হাতে ছিলো একটি করে কালো পতাকা। এসময় গণমাধ্যম নেতৃবৃন্দ জানান, মুজাক্কির হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ মিছিলে অংশগ্রহণ করেন- নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, অবয়ব সম্পাদক আবুল হাসেম, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, সময় টিভি নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, চ্যানেল ২৪ ও দৈনিক বণিক বার্তা জেলা প্রতিনিধি সুমন ভৌমিক, ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমানসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
Leave a Reply