স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী ১৩ মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত একাধিক একাডেমিক কাউন্সিলের সদস্য যুগান্তরকে জানান, আগামী ১৭ এপ্রিলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। এরপর ১৭ মে খোলা হবে আবাসিক হল। এর মধ্যে যে সব বিভাগে পরীক্ষা চলছে, সেগুলো চলমান থাকবে। তবে এর মধ্যে নতুন করে কোনো পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না।
এর আগে গত ৩১ জানুয়ারি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত নেয় একাডেমিক কাউন্সিল।
Leave a Reply