করোনাভাইরাস প্রতিরোধে বড় পরিসরে ভ্যাকসিন ট্রায়াল শুরু করেছে রাশিয়া। গতকাল বুধবার থেকে ৪০ হাজার স্বেচ্ছাসেবীকে বিনামূল্যে এই টিকাটি দেওয়া হচ্ছে। এনডিটিভিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভাকসিনটি বর্তমানে রাশিয়ায় তিন ধাপে বিচারের মধ্য দিয়ে চলছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর প্রতি মনোনিবেশ করে নভেম্বর বা ডিসেম্বর থেকে দেশটি ব্যাপকভাবে টিকার উৎপাদন শুরু করবে।
এর আগে গত শুক্রবার স্পুটনিক-ফাইভের দ্বিতীয় দফা পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন রুশ গবেষকরা। তাদের দাবি, কোভিড নাইনটিন প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম প্রতিষেধকটি। সর্দি-জ্বরের জন্য দায়ী অ্যাডিনোভাইরাস Ad5 ও Ad26 দমনেও সক্ষম এ টিকা।
আগস্টেই বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া। অভ্যন্তরীণভাবে ব্যবহার করা গেলেও এখনই প্রতিষেধকটির অনুমোদন দিতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Leave a Reply