1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

বড় পরিসরে রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে বড় পরিসরে ভ্যাকসিন ট্রায়াল শুরু করেছে রাশিয়া। গতকাল বুধবার থেকে ৪০ হাজার স্বেচ্ছাসেবীকে বিনামূল্যে এই টিকাটি দেওয়া হচ্ছে। এনডিটিভিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভাকসিনটি বর্তমানে রাশিয়ায় তিন ধাপে বিচারের মধ্য দিয়ে চলছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর প্রতি মনোনিবেশ করে নভেম্বর বা ডিসেম্বর থেকে দেশটি ব্যাপকভাবে টিকার উৎপাদন শুরু করবে।

দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এরই মধ্যে ৩৫ হাজারের বেশি আবেদন পেয়েছেন তারা। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও। ছয় মাসের ব্যবধানে মানব শরীরে প্রয়োগ করা হবে প্রতিষেধকটির দুটি ডোজ।

এর আগে গত শুক্রবার স্পুটনিক-ফাইভের দ্বিতীয় দফা পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন রুশ গবেষকরা। তাদের দাবি, কোভিড নাইনটিন প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম প্রতিষেধকটি। সর্দি-জ্বরের জন্য দায়ী অ্যাডিনোভাইরাস Ad5 ও Ad26 দমনেও সক্ষম এ টিকা।

আগস্টেই বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া। অভ্যন্তরীণভাবে ব্যবহার করা গেলেও এখনই প্রতিষেধকটির অনুমোদন দিতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com