অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ হাজার।সর্বশেষ একটি ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার গাজা সিটির বাজারে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিশিষ্ট চিকিৎসক আহমেদ কান্দিলও রয়েছেন। এ ছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে পানি সংগ্রহের একটি কেন্দ্রে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।
চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৭ জন শিশু ছিল যারা পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিল। হামলায় আরও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৮ হাজার ২৬। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।
Leave a Reply