নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বিবিসি, আল জাজিরা, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে বুহারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ডিজিটাল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী বশির আহমাদ।
পোস্টে তিনি লিখেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পরিবার রবিবার দুপুরে লন্ডনের একটি ক্লিনিকে তার মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন, আমিন।’
উল্লেখ্য, মুহাম্মাদু বুহারি নাইজেরিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি প্রথমে সেনাশাসক হিসেবে ক্ষমতায় আসেন এবং পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করেন। তার নেতৃত্বে নাইজেরিয়ায় দীর্ঘ সময় ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত পরিবর্তনের নানা পদক্ষেপ নেওয়া হয়।
Leave a Reply