পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দাবা নিষিদ্ধ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এই খেলাকে জুয়ার উৎস বলে মনে করছে তারা। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়া পর্যন্ত খেলাটি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকার কর্তৃক নিষিদ্ধ করা সবশেষ খেলা দাবা। এর আগে, সব ধরনের খেলাধুলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করে দেশটি। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন আইন ও বিধিনিষেধ আরোপ করছে তালেবান সরকার।
গতকাল রবিবার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি এএফপিকে বলেছেন, ‘ইসলামিক শরিয়া আইনে দাবাকে জুয়া খেলার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। এই বিবেচনাগুলি সমাধান না হওয়া পর্যন্ত, আফগানিস্তানে দাবা খেলা স্থগিত রাখা হয়েছে।’
সাম্প্রতিক বছরগুলিতে অনানুষ্ঠানিক দাবা প্রতিযোগিতা আয়োজন করেছেন, কাবুলের এমন একজন ক্যাফে মালিকের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি তালেবান সরকারের এই সিদ্ধান্তকে সম্মান করেন, যদিও এটি তার ব্যবসার ক্ষতি করবে।
আজিজুল্লাহ গুলজাদা নামের ওই ব্যবসায়ীর ভাষ্য, ‘আজকাল তরুণদের খুব বেশি খেলাধুলা নেই, তাই অনেকেই এখানে প্রতিদিন আসত। তারা এক কাপ চা পান করত এবং তাদের বন্ধুদের দাবা খেলার জন্য চ্যালেঞ্জ জানাত।’ অন্যান্য মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে দাবা খেলা হয় বলেও উল্লেখ করেছেন তিনি।
Leave a Reply