বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় সাভারের যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আশুলিয়া থানা যুবলীগের নেত্রী।
গতকাল সোমবার রাতে রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শাহনাজ পারভীন শোভা। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের বয়ান প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে।আজ মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদন করে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
Leave a Reply